ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমে নিয়োজিত

জানাল ছায়া সংসদের বক্তারা
দেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমে নিয়োজিত

শিশুশ্রম নির্মূলে সরকারের ব্যর্থতা, প্রকল্পে দুর্নীতি ও শিশুদের অধিকার বঞ্চনার চিত্র উঠে এসেছে ছায়া সংসদে। গতকাল শনিবার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এ ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আলোচনায় বলা হয়, দেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১১ লাখ ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত।

পথশিশুর সংখ্যা ৩৪ লাখ, যাদের অধিকাংশই শিক্ষা, পরিচয় ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত। ছায়া সংসদে আরও বলা হয়, বিগত আওয়ামী সরকারের আমলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ৩৫২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল আসেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত