বগুড়ায় বিশ্ব বাবা দিবস উপলক্ষে টিএমএসএস ফাউন্ডেশন অফিসে সন্তানদের যুগোপযোগী হিসাবে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ টিএমএসএস একজন বাবাকে ‘শ্রেষ্ঠ বাবা’ সম্মাননায় ভূষিত করেছে। আলহাজ্ব আব্বাস উদ্দিন আহমদ যিনি তার সুদীর্ঘ কর্মজীবনে সফলতা অর্জন এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানকে সু-শিক্ষিত করেছেন এবং সন্তানদের মানব সম্পদ হিসেবে সু-প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তার ভাইয়ের পুত্র ও কন্যা সন্তানদেরও নিজ দায়িত্বে সু-প্রতিষ্ঠিত করেছেন। তারই স্বীকৃতি স্বরূপ তিনি ‘শ্রেষ্ঠ বাবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণও। কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতেই বিশেষ এই দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, উপদেষ্টা মোছা. মিনতি আখতার বানু, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মো. আসাদুর রহমান, উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান, পরিচালক শাহ্জাদী বেগম, চীফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সহ সংস্থার পরামর্শক, উপদেষ্টা, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ‘শ্রেষ্ঠ বাবা’র জীবনী ও সন্তানদের সাফল্য মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন মানবাধিকার কর্মী মোছা. সাহানা আফরোজ খানম। সম্মাননা প্রাপ্ত বাবার হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ, কনসেশন কার্ড সহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত বাবা তাঁর অনুভূতি ব্যক্ত করেন।