ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দখলদারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন চলবে। গতকাল শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, আমরা যে রকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, ঠিক তেমনি সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, তাদের সঙ্গে যারা হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই দালালদের উৎখাত করবে।