ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৪৪তম বিসিএস

কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গতকাল সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার সপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি।

এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী- আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি পিএসসি ছয়টি বিসিএস শেষ করার রোডম্যাপ প্রকাশ করে। তাতে ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য এ তারিখ প্রকাশ করা হয়। ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত