ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আরও ২৬ জনের শরীরে মিলল করোনাভাইরাস

আরও ২৬ জনের শরীরে মিলল করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৬ জনের শরীরে মিলল প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে দেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন।

গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯৪৪ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৪৯৯ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৬৩০ জনের। চলতি বছর করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত