ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এই উপলক্ষে গতকাল বুধবার কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে বুধবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৪ জনকে মোট ৬ লাখ ৫ শত টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর মাঝে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত