এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে বাংলাদেশের মেয়েরা এখন মিয়ানমারের ইয়াঙ্গুনে। মধ্যরাতে রওনা হয়ে গতকাল বুধবার দুপুরে সেখানে পৌঁছায় মনিকাণ্ডরুপনারা। পৌঁছেই বিকালে হোটেলে জিম করেছে পিটার বাটলারের দল। মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন মেয়েদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অস্থান ১৪১তম।