দুই মৌসুমের পুরোটা সময় অন্য স্টেডিয়ামে খেলার পর ঘরে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট নিজেদের আঙিনা ন্যু ক্যাম্পে ফিরবে দলটি। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর সঙ্গে জার্সি এবং স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই ন্যু ক্যাম্পে। বার্সেলোনার ওয়েবসাইটে গতকাল বুধবার ‘ঘরে ফিরছে বার্সা’ এমন শিরোনামে দেওয়া খবরে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পের ট্রফির লড়াই দিয়ে এই মাঠে ফিরবে দল। প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচ খেলে থাকে ক্লাবটি। ২০২৩ সালের মে মাসে সর্বশেষ এই স্টেডিয়ামে খেলেছিল কাতালান ক্লাবটি। এরপর শুরু হয় এর ব্যাপক সংস্কার। সংস্কারের কাজ অবশ্য এখনও শেষ হয়নি। আসছে মৌসুমেও চলবে এর কাজ। ২০২৫-২৬ লা লিগা মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। এরপর, কাম্প ন্যুয়ে ৫০ থেকে ৬০ হাজার আসনে দর্শক রেখে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্লাবটির।