নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন লুকা মদ্রিচ। এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তি করতে মৌখিকভাবে রাজি হয়েছেন তিনি। ইতালির ক্রীড়া পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্তে বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আর ক্লাব এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। ‘আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছি এবং এমন একজনকে দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে আগ্রহী। তার আগমন একটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের তার মতো একজন খেলোয়াড় ও নেতা প্রয়োজন। লুকা আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিল তা ছিল; ‘আমরা কী চ্যাম্পিয়নশিপ জেতার জন্য গড়া দল হব?’ তিনি ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং শুরু থেকেই তারকা হতে চান।’ চলতি ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন লুকা মদ্রিচ। এই টুর্নামেন্ট শেষে ইউরোপের সফলতম ক্লাবটিকে বিদায় বলে দেবেন তিনি। রিয়ালের জার্সিতে ১৩ বছরের পথচলায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন এই ক্রোয়াট ফুটবলার।