সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ১৪ রোহিঙ্গা শরণার্থীসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত জৈন্তাপুরের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের টহল দল তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির সদস্যরা গতকাল রাতে টহল দেওয়ার সময় ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প-সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে আটক করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানতে পারে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়টি শিশু।
বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে গতকাল ভোরে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১৭ জনকে আটক করেছে বিজিবি।