ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই সনদ’ আদায়ে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

‘জুলাই সনদ’ আদায়ে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে সারা দেশে সেদিন ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ছাড়া জুলাই সনদের দাবিতে আগামী ১ জুলাই ‘লাল মার্চের’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা ও ছাত্র জনতার ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের অর্জনকে ম্লান করে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার প্রহসনের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ৩০ কার্যদিবসে ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেওয়া হয়নি।

১ জুলাই, জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন তিনি। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম ও প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। এছাড়া, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত