প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর উদ্যোগে ‘বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের পরামর্শক ড. মামুন-উর-রশীদ। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রধান অতিথি বলেন, আমাদের মিডিয়া হাউজগুলো মনে করে ফ্যাক্টচেক-এর পেছনে টাকা খরচ অতিরিক্ত, যেটা তারা চান না। আজকে বাংলাদেশের কোনো পত্রিকারই এই ইনভেস্টমেন্ট নেই। ফেইক ভিডিও, স্ক্রিপটেড ভিডিও সবকিছুই ছড়ায়, ছড়াবেও। কিন্তু আমাদের পত্রিকাগুলো এ ধরনের কাজগুলো রুখে দিতে চায় কি না, পেইড টুলসগুলো কিনে এগুলো রুখে দিতে পারে কি না তা দেখতে হবে।