ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সনি-স্মার্টের শোরুম এখন বনশ্রীতে

সনি-স্মার্টের শোরুম এখন বনশ্রীতে

রাজধানী ঢাকার বনশ্রীতে চালু হল সনি-স্মার্টের শোরুম। ফলে আফতাবনগর, রামপুরা, বনশ্রী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশ ব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। গত বৃহস্পতিবার বিকালে প্লট-৫, ব্লক-সি, বনশ্রী ঠিকানার নীচ তলায় স্থাপিত সনি-স্মার্টের শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া’র টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার মিস. কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং, সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী মুকুল হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বনশ্রীর সনি-স্মার্ট শোরুম থেকে সনি ব্রাভিয়া কেডি-৪৩এক্স৭৫কে এবং কেডি-৫০এক্স৭৫কে মডেলের টিভি কিনলে প্রথম ২৫ জন করে গ্রাহক বিনামূল্যে লুফে নিতে পারবেন স্মার্ট ইয়ারবাডস এবং অ্যান্ড্রয়েড এয়ার-মাউস। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত