ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই

জাতীয় সংস্কার জোট
আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই

জাতীয় সংস্কার জোটের নেতারা বলেছেন, আমরা দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদের ঘোষিত ১৭ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি। আমাদের ১৭ দফা দাবিগুলো হলো- জুলাই ঘোষণাপত্র, পূর্ণাঙ্গ সংস্কার, সব গণহত্যার বিচার, সংস্কারের পর আগে স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাজনৈতিক দলের নিবন্ধন সহজিকরণ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার সব বাধা দূর করা, ডিসি ইউএনও রিটার্নিং কর্মকর্তা নয়, স্বাধীন শক্তিশালী স্থানীয় সরকার গঠন, প্রবাসীদের ভোটার করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নারীর নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ইত্যাদি। গতকাল শনিবার (২৬ জুলাই) রাজধানীর বিজয় স্বরণীস্থ জোটের কার্যালয়ে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদসহ ৩৫টি দল নিয়ে গঠিত জোটে আরো পাঁচটি দল ও একটি জোট যোগদান অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নতুন যোগদান করা দল ও জোট হলো- বাংলাদেশ সিটিজেন পার্টি -চেয়ারম্যান, ড. আসলাম আল মেহেদী। গণঅধিকার পার্টি -চেয়ারম্যান, সরদার আব্দুস সাত্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত