চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী এলাকায় হুগ ভেঙে রেললাইনে আটকে আছে কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগি।
সাড়ে তিন ঘণ্টা পর সচল হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজার এক্সপ্রেসের বিচ্ছিন্ন গার্ড ব্রেক বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার মোহাম্মদ তারেক।
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেলে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কেউ হতাহত হননি। তবে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।
আজ বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর এই ট্রেন ঢাকায় যাওয়ার কথা।
রেলওয়ের গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, গোমদণ্ডী রেলস্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে যায়। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়।
এদিকে আজ বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে তিন ঘণ্টা পর এই ট্রেন ছেড়ে যায়।