ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে মানুষের কপালে অনেক দুর্ভোগ আছে

বললেন হাফিজ উদ্দিন
গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে মানুষের কপালে অনেক দুর্ভোগ আছে

গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষের কপালে অনেক দুর্ভোগ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে তত্ত্বাবধায়ক সরকার এসেছে। প্রফেসর ইউনূসদেশবরেণ্য ব্যক্তি। বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমরা সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা তার কাছ থেকে যা আশা করেছিলাম, উপদেষ্টা পরিষদ কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরও উন্নয়ন করতে পারেন নাই। তাদেরও দেখতে যাওয়ার সময় তাদের নাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা লক্ষ করছি, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি, এই উপদেষ্টা পরিষদ আসন্ন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার কমছে কম পাঁচ বছর থাকুক। কিন্তু এই সময়ে দেশের অর্থনীতি ক্রমেই নিচের দিকে যাচ্ছে। আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারছে না। রাত তিনটার সময় ঘোষণা দিচ্ছে, আগামীকাল পরীক্ষা স্থগিত। রাত তিনটায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়। ছাত্রদের অভিভাবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।’

সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষকে চেনে না। তাদের দুঃখকষ্ট বোঝে না। রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কোনোরকমে বসে আছে, কোনো দায়িত্ববোধ নেই। এভাবে তো একটা দেশ চলে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করার আর কোনো উপায় নেই। আশা করি, অতি দ্রুত, অল্প সময়ের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করেন, আমরা তাদের মাথা পেতে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে এ দেশের মানুষের কপালে অনেক দুর্ভোগ আছে।’ পিআর পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এখন দেশে সংস্কার প্রস্তাব চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত