প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম, পাঠদান পদ্ধতি ও যথাযথ মূল্যায়নকে অগ্রাধিকার দিতে হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ডা. বিধান রঞ্জন বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলেও তিনি জানান।সেনাপ্রাঙ্গণে আয়োজিত এ সমাবর্তনে ৩ জনকে আচার্য গোল্ড মেডেল এবং ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়।