ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাইলস্টোন দুর্ঘটনা

স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃতির অভিযোগ শনাক্ত

স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য বিকৃতির অভিযোগ শনাক্ত

স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে ‘বার্তা বাজার’ নামে একটি নিউজ পোর্টালের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, ‘মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার দায়ভার প্রত্যেক নাগরিকের’ এমন কোনো কথা স্বাস্থ্য উপদেষ্টা বলেননি। কিন্তু ‘বার্তা বাজার’ এই তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। বাংলাফ্যাক্ট জানায়, গত সোমবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সেসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

পুরান ঢাকার নিমতলি বা বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিল্ডিং কোড না মানার বিষয়ে উপদেষ্টা বলেন, এটার জন্য আমি, আপনি, রাষ্ট্র, যারা রেস্টুরেন্ট দেয় বা শিক্ষা প্রতিষ্ঠান বানায় এবং যারা অনুমতি দেয় সবাই দায়ী। কিন্তু এই বক্তব্যটি তিনি মাইলস্টোন স্কুল প্রসঙ্গে দেননি। সব ধরনের নিরাপত্তাহীন স্থাপনার ক্ষেত্রে এমন মন্তব্য করেন।

বাংলাফ্যাক্ট আরো জানায়, ‘বার্তা বাজার’ নামক নিউজ পোর্টালটি যে ফটোকার্ড ও শিরোনাম দিয়েছে এবং সংবাদের ভিতরে উপদেষ্টার যে বক্তব্য উল্লেখ করেছে তা স্পষ্টভাবে মূল বক্তব্যের বিকৃতি। তবে এটিই প্রথম ঘটনা নয়। বাংলাফ্যাক্ট উদাহরণ তুলে ধরে জানায়, গত ১০ জুন স্বরাষ্ট্র উপদেষ্টা কাশিমপুর মহিলা কারাগার পরিদর্শন শেষে বলেন, ‘আটক যারা, এরাও বেশিরভাগই মাদকের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত