ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্যাস বিস্ফোরণে চার মাসের শিশুসহ দম্পতি নিহত

গ্যাস বিস্ফোরণে চার মাসের শিশুসহ দম্পতি নিহত

গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। টঙ্গীর মিরের বাজার এলাকায় ওই ঘটনায় নিহতরা হলেন- চার মাসের শিশু রায়হান, তার মা হাফিজা আক্তার (২০) ও বাবা মোহাম্মদ রিপন (২৫)।

জানা যায়, ঘটনাটি ঘটে গত রোববার সকালে। ওই দিন গ্যাসলাইন থেকে লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের তিন সদস্য। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরবর্তীতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির মা হাফিজা আক্তার। গত বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান তার বাবা মোহাম্মদ রিপন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত