ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম মো. নাসির উদ্দীনের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল বৈঠকের জন্য নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবে ইনশাআল্লাহ। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম মো. নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত