চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৭ম এ. কে. খান মেমোরিয়াল আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আইন অনুষদস্থ এ. কে. খান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বক্তৃতায় তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধানবাদ ও গণতন্ত্রের মধ্যে একটি সুষম ভারসাম্য বজায় রাখা। এ ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘গণতন্ত্রের মূলভিত্তি হলো আইনের শাসন। এক্ষেত্রে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের ঊর্ধ্বে রাখা যায় না। আমাদের সংবিধান এবং আইন ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। তিনি বলেন, ‘এই বক্তৃতা শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তার দ্বার উন্মোচন করবে। এটি আমাদের সংবিধানিক কাঠামোকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বক্তৃতার পর, অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জাফর উল্লাহ তালুকদার সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, এ. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি সদস্য এ. এম. জিয়াউদ্দিন খান। অনুষ্ঠানটি ধর্মগ্রন্থ পাঠ, এ. কে. খানের জীবন ও অবদানের স্মরণ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শেষ হয়।