ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, এক পরিবারের নিহত পাঁচ

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, এক পরিবারের নিহত পাঁচ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা মর্ডান গ্রীন সিটির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে মাওয়াগামী গোল্ডেন লাইন বাস সজোড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্স চাকা পাংচায় হয়ে বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্স চাকা ঠিক করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্স ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্স থাকা এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হয়। বাকি চারজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যাডন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়।

অ্যাম্বুলেন্সে থাকা স্বর্ণা আক্তার নামে এক জীবিত নারী জানান, তাদের বাড়ি মাদারিপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। চলতি মাসের ২৩ তারিখ তার বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গত বুধবার রাত থেকে তার ব্যাথা হচ্ছিল। এজন্য গতকাল বৃহস্পতিবার সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাতে পরিবারটির ১০ জন মিলে ঢাকার পথে আসছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ব্লাস্ট হয়ে যায়। এরপর রাস্তার ডান পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন চালক। আর তারা কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন, আর কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে সজোড়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আফসানার নিহত হয়। সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সের একজন নারী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ঢামেকে প্রেরণ করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে, বাকি আহত পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি অ্যাম্বুলেন্সটির যাত্রীরা অ্যাম্বুলেন্সেটির পিছনে দাঁড়ানো ছিল। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি এ অ্যাম্বুলেন্সটির পিছনে সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। বাসটি হাইওয়ে থানায় আটক রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম আফসানা (২০)। অন্যরা হলেন তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম মাহাবুব সরদার (২৮)। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশ গুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত