মুন্সীগঞ্জ শহরের ট্রিপল মার্ডার মামলায় তিনজনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করীম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে রাকিবুল হাসান সৌরভ ওরফে সৌরভ প্রধান, শিহাব প্রধান ও রনি বেপারী এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৪ মার্চ রাত ১১টার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে সালিশি বৈঠকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় হামলায় আওলাদ হোসেন মিন্টু প্রধান, ইমন পাঠান ও মাহবুব হোসেন সাকিব নামে তিনজন নিহত হন। এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার পুতুল বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার পুতুল জানান, খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে।