ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি গণসংহতির

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি গণসংহতির

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি গণসংহতির। নির্বিচার হত্যার দায়ে এবং গত ১৫ বছরে ত্রাসের রাজত্ব কায়েম করার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে বলে জানিয়েছে তারা। গতকাল শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে গুম-খুন-হত্যা জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারসহ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

আওয়ামী লীগ গত জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষ আহত করে। এসব অপরাধের সঙ্গে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিল তা জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত সব রাজনৈতিক ব্যক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে, নেতৃত্ব দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনার মধ্য দিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ঠিক হবে বলেছে দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত