ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবক আটক

লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবক আটক

মুন্সীগঞ্জে একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ ওঠা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম। আটক নেহাল আহাম্মেদ জিহাদ উপজেলার যোগনি ঘাটের মনির হোসেনের ছেলে। এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙ্গর করা তিনতলা লঞ্চ ‘এমভি ক্যাপ্টেনে’ তরুণীদের মারধর করার ঘটনা ঘটে। যে ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক ১৫-১৭ বছর বয়সি এক নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে কোমরের বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন এক যুবক। এক সময় সেখানে চেক জামা পরিহিত আরেক নারীও ছিলেন। যখন তাদের পেটানো হচ্ছিল তখন ৫০-৬০ জন বিভিন্ন বয়সি পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছিল। তারা ঘটনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উঠতি বয়সি ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি ভাড়া করে। লঞ্চটি চাঁদপুর ঘুরে ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নোঙর করে। এসময় ৮-১০ জন যাত্রী চা-নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে বিষয়টিতে লঞ্চঘাটে থাকা ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়। তখন ঘাটে থাকা ৫০-৬০ জন মানুষ লঞ্চে উঠলে লঞ্চের যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। লঞ্চের লোকজন তাদের বাধা দেন। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলেমেয়েদের হেনস্তা ও মারধর করা হয় এবং তারা লঞ্চে ভাঙচুর চালায়। এসময় দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে এক যুবক। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে লঞ্চটিও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। লঞ্চে থাকা লোকজন তাদের মারধর ছাড়াও মোবাইলসহ নানা কিছু নিয়ে যাওয়ার দাবি করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল আলম বলেন, এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভুক্তভোগিরা অভিযোগ করবে বলে জানিয়েছে। নৌপুলিশ বিষয়টি নিয়ে যোগাযোগ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত