তিন সীমান্ত দিয়ে বাংলাদেশে ৩০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। গত বুধবার রাতে তাদের ঠেলে পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য-
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া দিয়ে আবারও ১৩ ব্যক্তিকে পুশইন করেছে ভারত। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ডিপিপাড়া আচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জানা যায়, গত বুধবার রাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। প্রাথমিকভাবে জানা যায়, ভারতের মহারাষ্ট্র থেকে তাদের আটকের পর বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। এর আগে গত মাসে ৪ দফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড় ও পানছড়ি দিয়ে ১১৮ জনকে পুশইন করে ভারত। সবশেষে তাইন্দং সীমান্তে পুশইন নিয়ে যা দাঁড়াল ১৩১ জনে। ছাগলনাইয়া (ফেনী) : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে উপজেলার মটুয়া সীমান্তে তাদের আটক করে বিজিবি। বিজিবি জানায়, বৈরী আবহাওয়ার সুযোগে গত বুধবার রাত ২টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তের ২১৯১ পিলার দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আটকদের দক্ষিণ মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বার্তা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার গভীর রাতে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, সীমান্ত পথে পুশইনকৃত এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদের বুধবার রাতে সদর থানায় সোপর্দ করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, গত বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসব ব্যক্তি সবাই বাংলাদেশি নাগরিক।