ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজার সীমান্তে ৭১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার সীমান্তে ৭১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়েছে।

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি এলাকায় ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিল ৪৮ জন বাংলাদেশি নাগরিক। বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু রয়েছেন।

বিজিবির সূত্র জানায়, আটককৃতরা জানিয়েছে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানায়। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিজিবির সূত্র থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপিতে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরবেলা বিজিবির পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। তবে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাদের নাম ঠিকানা জানতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত