ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে ইসি

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান সিইসি
বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময়ে ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। পুরনো আইন সংশোধন করে নতুন আইনে ওই ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, এতদিন নিয়ম ছিল, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার পর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এ বছর ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে এএমএম নাসির উদ্দিন কমিশন। জুনের মধ্যে ভোটারযোগ্য আরও সাড়ে ৪৪ লাখ ভোটারের তথ্য নিবন্ধন করা হয়। কিন্তু এ হালনাগাদ তালিকা প্রকাশ নিয়ে বিপত্তি বাধে, কারণ বিদ্যমান নিয়মে ওই তালিকা প্রকাশের জন্য আগামী বছরের ২ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথচ সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। এমন পরিস্থিতিতে বছরের যে কোনো সময় ইসি যেন ভোটার তালিকা প্রকাশ করতে পারে, সেজন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৭ জুলাই উপদেষ্টা পরিষদ সংশোধিত ভোটার তালিকা আইনের খসড়া অধ্যাদেশ আকারে জারির অনুমোদন দেয়। তাতে তফসিলের আগে ভোটারদের তালিকাভুক্ত করে তালিকা প্রকাশের বিধান যুক্ত করা হয়। এখন অধ্যাদেশ জারির ফলে তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করতে পারেব নির্বাচন কমিশন।

আইন সংশোধনী: ২০০৯ সনের ৬ নম্বর আইনের ধারা ৩-এর সংশোধন সংক্রান্ত অধ্যাদেশে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩-এর দফা (জ)-এ ‘জানুয়ারি মাসের পহেলা তারিখ’ শব্দগুলোর পর ‘কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ’ শব্দগুলো সন্নিবেশিত হবে। এছাড়া ২০০৯ সনের ৬ নম্বর আইনের ১১ ধারা সংশোধন করে নতুন উপ-ধারা (১) যোগ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘(১) কম্পিউটার ডেটাবেজে সংরক্ষিত বিদ্যমান সকল ভোটার তালিকা, প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত অথবা তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩-এর দফা (জ)-এর অধীন ঘোষিত সময়সীমার মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হবে। যেমন (ক) যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ভোটার হিসেবে নিবন্ধিত হয়নি, তাদের ভোটার তালিকাভুক্ত করা; (খ) যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন বা অযোগ্য হয়েছেন, তাদের নাম কর্তন করা এবং (গ) যারা এলাকার পরিবর্তন করেছেন, তাদের নাম পূর্বের তালিকা থেকে কেটে করে নতুন এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করা। তবে শর্ত থাকে যে, উপরের সময়সীমায় হালনাগাদ না হলেও ভোটার তালিকার বৈধতা বা ধারাবাহিকতা নষ্ট হবে না।’

ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা (জ)-এ বলা ছিল, ‘যোগ্যতা অর্জনের তারিখ’ অর্থ এই আইনের অধীন প্রতিটি ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন বা হালনাগাদের ক্ষেত্রে সেই বছরের ১ জানুয়ারি। এ বিধান অনুযায়ী, ১ জানুয়ারির পরে যারা ১৮ বছর পূর্ণ করতেন তাদের ভোটার হতে এক বছর অপেক্ষা করতে হত।

আগের আইনে যা বলা ছিল: ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, নির্বাচন এরপর যখনই অনুষ্ঠিত হোক ১ জানুয়ারির পরে যারা ১৮ বছর পূর্ণ করেন, তারা আর ভোটার তালিকায় যুক্ত হতে পারেন না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন। ওই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছিল ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হয়েছিল তাদের নিয়ে। অর্থাৎ মাঝখানের এক বছর যারা ১৮ বছর পূর্ণ করেছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাননি।

সংশোধীত নতুন আইন: এখন থেকে ভোটার তালিকা কমিশন যে সময় নির্ধারণ করবে সেসময় পর্যন্ত যোগ্য হওয়া নাগরিকদের ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন।

এদিকে গতকাল শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এসময়ে তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় নাসির উদ্দীন ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং শোক প্রকাশ করেন। এ সময় যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত