ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তিন দিনে ৭২ হাজার প্রবাসীর ঠিকানায় গেল পোস্টাল ব্যালট

* পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজার ভোটারের নিবন্ধন
তিন দিনে ৭২ হাজার প্রবাসীর ঠিকানায় গেল পোস্টাল ব্যালট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি। নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন গত ১৯ নভেম্বর প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে। গতকাল সোমবার বেলা ২টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬২৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশে ৯৪ হাজার ২৪৭ জন ডাকযোগে ভোট দিতে নিবন্ধিত হয়েছেন।

সিইসি এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সোমবার তেজগাঁওয়ে পোস্টাল ভোটিংয়ের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় পোস্টাল প্যাকেজিংয়ের পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘প্রবাসীদের জন্য আমরা প্রথমবারের মত পোস্টাল ব্যালটের ব্যবস্থা নিয়েছি। দেশের ভেতরেও এ ব্যবস্থা রয়েছে। এ কর্মযজ্ঞ ও ভোটের গোপনীয়তা, নিরাপত্তা নিশ্চিত করেই এটা করা হয়েছে।’ পোস্টাল ভোটিংয়ের প্রচার বাড়ানোর পাশাপাশি নিবন্ধনে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। তিন দিনের মধ্যে নিবন্ধন বেশ হবে আশা রেখে সিইসি বলেন, ‘পোস্টাল ভোটিংয়ের এ পদ্ধতি একটা মডেল হয়ে থাকবে। নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে এগিয়ে যাব। সামনের নির্বাচনে আরও কাভারেজ বাড়বে। আমরা এ অগ্রগতিতে সন্তুষ্ট।’

নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, এরইমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কুয়েক, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ‘ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে।’

‘ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ বলেন, নিবন্ধিতদের ডেটা পাওয়ার পর প্রবাসে পাঠানোর ঠিকানা, আসনভিত্তিক ফেরত খামের ঠিকানাসহ প্রতিদিন (দিন ও রাতে) গড়ে ৪০-৫০ হাজার প্রিন্ট হচ্ছে। প্রসেসিং সেন্টারে আনার পর নিরাপত্তার সাথে যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজ করছে একদল দক্ষ লোক।’ ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের উপসচিব বিএম মশিউর রহমান জানান, ১৮ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে। পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজার ভোটারের নিবন্ধন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শুক্রবার, শনিবার ও রোববার সন্ধ্যায় মোট ১৫টি দেশের ৭১ হাজার ৯৫৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। গতকাল সোমবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ভোটার ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী ভোটার রয়েছেন। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫২ হাজার ১০৯ জন, ওমানে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৫০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৫৫ জন, কুয়েতে ২০ হাজার ১৪৩ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ৮৭৫ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৮৮ জন, ইতালিতে ১৩ হাজার ৯৫৪ জন ও কানাডায় ১১ হাজার ২৪৬ জন নিবন্ধন করেছেন। অপরদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশে অবস্থানরত ৯৩ হাজার ৯৩২ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।

জেলা অনুযায়ী নিবন্ধন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৮ হাজার ১৬ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৯ হাজার ৪২৬ জন, চট্টগ্রামে ৪৮ হাজার ৩৩০ জন, নোয়াখালীতে ৩৩ হাজার ২৯৭ জন, সিলেটে ২৪ হাজার ৭৫ জন ও চাঁদপুর ২২ হাজার ৭৭৩ ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনী আসন অনুযায়ী নিবন্ধন: অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৯ হাজার ৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ২৫৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৮৬৮ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৭৬৭ জন ও নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ৪০৪ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত