ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন। জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি পঞ্জিকা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। তবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়। গত বছর বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হয়েছিল। রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন।

রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর একটিতে শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়। ২০২৬ সালে পবিত্র লাইলাতুল কদর হতে পারে ১৭ মার্চ রাতে। এই রাত মুসলমানদের কাছে হাজার মাসের চেয়ে উত্তম এবং অত্যন্ত ফজিলতপূর্ণ।

চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। আইএসিএডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ, বৃহস্পতিবার রমজান শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত