ইজতেমা উপলক্ষে সাধারণ ট্রিপ সংখ্যার বাইরে ৬টি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে মেট্রোরেল। গতকাল শুক্রবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিশেষ ঘোষণা হিসেবে সেখানে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেয়া হচ্ছে। এছাড়া ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।ষ