চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ বছর সারাদেশ থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯৫ হাজার ৭২৬ জন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে অর্ধলাখেরও বেশি। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিগত ১৫ বছরে নানান ইস্যুতে মাদ্রাসায় পড়তে আগ্রহ হারাতেন শিক্ষার্থীরা। কিন্তু ধীরে ধীরে সেটা কমেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রাসায় পড়তে আগ্রহ দেখা যাচ্ছে। মাদ্রাসা বোর্ড সূত্র জানায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার ৪১৩ জন।
এদিকে, গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১২ মে পর্যন্ত। এছাড়া ১৪ থেকে ১৮ মের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ বছর দাখিল পরীক্ষা পূর্ণ সিলেবাস এবং পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।