ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নারী নির্যাতন প্রতিরোধ হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ

নারী নির্যাতন প্রতিরোধ হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদরদপ্তর। এই সেবায় একদিনে ১০৩টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স গত সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে। এসব অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিদের তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত