ময়মনসিংহে একদফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপক্ষো করে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলকারীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় যৌক্তিক দাবি পূরণের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পরে দফায় দফায় আলোচনায় টানা চার ঘণ্টা পর সড়ক অবরোধ থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর রহমতপুর বাইপাস মুক্তাগাছা ও টাঙ্গাইল সড়কে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর আগে, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনাদের যৌক্তিক দাবি পূরণে আমি আজকেই বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে লিখিতভাবে অবহিত করব। আশা করছি, আপনারা আন্দোলন কর্মসূচি স্থগিত করে ধৈর্য ধরবেন।