
দীর্ঘ আন্দোলন ও অচলাবস্থার পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুনরায় খুলছে আগামী শনিবার। এর একদিন আগে, আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে হোস্টেলগুলো। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
৮ জুলাই অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক কলেজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ০৮.০৭.২০২৫ খ্রি. অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২.০৭.২০২৫ খ্রি. শনিবার থেকে আরম্ভ হবে এবং হোস্টেলসমূহ ১১.০৭.২০২৫ খ্রি. শুক্রবার সকাল ৮টা থেকে খুলবে।’ এর ফলে কয়েক সপ্তাহ ধরে চলা একাডেমিক অচলাবস্থা কাটিয়ে ঢাকা মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম আবারও চালু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা শিক্ষার্থীরাও ধাপে ধাপে ক্লাসে ফিরছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত জুন মাস থেকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা এবং বিকল্প আবাসনের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন। বিশেষ করে, শহিদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসসহ কয়েকটি ভবন গণপূর্ত বিভাগ কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত ছিল। এর ফলে প্রাণহানির আশঙ্কা তৈরি হলে বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ জুন এক জরুরি বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা মানতে অস্বীকৃতি জানায় এবং আন্দোলন চালিয়ে যেতে থাকে। এরমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এবং নতুন হল নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনের পরিদর্শন ও নবাগত ব্যাচের বিকল্প আবাসনের ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।