ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন মেধাবী শিক্ষার্থী ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল বৃহস্পতিবার উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ইব্রাহিম সোহেল (ম্যানেজমেন্ট), তন্ময় হোসেন সিয়াম (অর্থনীতি), মো. শাহরিয়ার আলম ইমন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), স্টালিন চাকমা (ফার্মেসি) এবং মেহেদি হাসান (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত