ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামার প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামার প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে ইউনানি আয়ুর্বেদিক হারবাল ও হোমিওপ্যাথিক সেক্টরের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা ও সংকট তুলে ধরে আশু সমাধানকল্পে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইউনানি মেডিকেল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমস অব মেসিডিনের চেয়ারম্যান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিসেস মল্লিকা খাতুন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন বামার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, হাকীম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজের অধ্যক্ষ আ খ মাহবুবুর রহমান সাকী, হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রি. জে. (অব.) মাহবুব আনোয়ার ও হামদর্দ বাংলাদেশের আইন উপদেষ্টা, সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ কাওসার। এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বিকল্প চিকিৎসা ব্যবস্থার জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউনানি আয়ুর্বেদিক ফ্যাকাল্টি পুনর্বহাল করার যৌক্তিকতা তুলে ধরাসহ ১২ দফা দাবি উপস্থাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত