ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ চালু আজ

হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ চালু আজ

হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম শুরু আজ। এদিন বিকাল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের পাশে প্রধান অতিথি হিসেবে ‘র‌্যাপিড পাস’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে জানান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এ কার্যক্রম শুরু হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত