বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের আয়োজনে ‘অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভণ্ডধারণা ও ভুল ধারণা (Anti HBc Total Positive– Conception and misconception)’ শীর্ষক বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মবিন খান ডিজিটাল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় আধুনিক হেপাটোলজির জটিল অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, রেসিডেন্ট, এবং দেশ ও দেশের বাইরের স্বনামধন্য লিভার বিশেষজ্ঞবৃন্দ। অনুষ্ঠানে যুক্ত ছিলেন হেপাটোলজি (লিভার) বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি