চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি