ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে শিশু নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং গুদাম থেকে প্রায় ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। গতকাল শনিবার ভোলা নৌবাহিনীর এক সূত্র জানায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার একটি জালের দোকানে এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ১৭ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় মনপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে আটক করা হয়। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি অংশ নেয় মনপুরা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি