ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বসে এই কর্মসূচি শুরু করেন তারা। এরপর দুপুর পৌনে ১২টার দিকে সেখান থেকে সরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নেন। বেলা দুইটার দিকে এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো এক সঙ্গে’ প্রভৃতি স্লোগান দেন। শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করছে। রাকসু নিয়ে দেওয়া কথা কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি প্রশাসন। প্রথমে ছয় মাসের মধ্যে নির্বাচন, রোডম্যাপ অনুযায়ী ধারাবাহিক কাজ ও সবশেষ ৩০ জুন তফসিল ঘোষণার কথা দিয়েও কথা রাখেনি তারা। শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা এমনটা করতে পারে না। অনতিবিলম্বে রাকসুর তফসিল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ বলেন, ‘আমরা রাজপথের সহযোগী হিসেবে আপনাদের চেয়ারে বসিয়েছি। কিন্তু আমাদের দাবি আদায় না হলে আপনাদের চেয়ার থেকে নামাতেও সময় লাগবে না। আমরা প্রশাসনের ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি।

তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছিল, ৩০ জুন রাকসুর তফসিল ঘোষণা করা হবে। কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রশাসন ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা বলেছিল। সবশেষ ৩০ জুন রাকসুর তফসিল ঘোষণার কথা বলে সেটাও বাস্তবায়ন করতে পারেনি। প্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে। গত রোববারও তারা তফসিল নিয়ে আলোচনা করেছে। আমরা জানতে পেরেছি, এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে। তাদের উদ্দেশ্য জাতীয় নির্বাচনের আগে রাকসু নির্বাচন দেবে না। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা রাকসু কার্যকরের জন্য নির্দিষ্ট সময় বেধে দেব।’ কর্মসূচিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষার্থী বক্তব্য দিচ্ছেন। এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, আকিল বিন তালিব, আইন বিভাগের শিক্ষার্থী সাজিদা ঢালি, ফাহির আমিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত