তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রোববার মো. ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোবিঅ-মেঘনাঘাট-এর আওতাধীন চর বাউশিয়া ফরাজিকান্দি (পাখির মোড়, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের বিপরীতে), চর বাউশিয়া পশ্চিমকান্দি (দাউদকান্দি ফিলিং স্টেশনের বিপরীতে), ভাটেরচর নতুন রাস্তা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি চুন কারখানা (১২টি ভাট্টি বিশিষ্ট) ও এয়ার মিক্স বার্নার ২০টি এবং ৪০০ ফুট হোজ পাইপ উৎস স্থলে কেটে টুকরো করে বিনষ্ট করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি