শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে গতকাল জুলাই অভ্যুত্থান’ ২৪ এর র্যালির আয়োজন করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু করে এম মহবুবউজ্জামান ভবন, অপরাজিতা’ ২৪ হল, চামেলী ভবন, শাপলা ভবন, বিজয়’ ২৪ হল, শেরেবাংলা হল, নবাব সিরাজ-উদ-দৌলা হল এবং টিএসসি কমপ্লেক্সের সম্মুখ দিয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপাচার্য বলেন এই জুলাই মাসেই স্বৈরাচারের পতন হয়েছে।
এ মাস আমাদের আন্দোলনের মাস। এসো অঙ্গীকারবদ্ধ হই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করবো। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অফ সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ল্যাবের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ডিন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অধ্যাপক ড. কাজী আহসান হাবিব। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি