ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ফার্মগেটে থেমে যায় মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ফার্মগেটে থেমে যায় মেট্রোরেল

রাজধানীর মেট্রোরেল স্টেশনে উত্তরা থেকে আসা একটি ট্রেন আটকে গিয়েছিল। গতকাল সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আটকে যাওয়ার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। অবশ্য পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে। মিরপুর থেকে আসা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ হয়ে যায়।

এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রী ওঠানো-নামানো হয়। এরপর ট্রেনটি আর চলেনি। কিন্তু এ সময়ে ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান। ওই যাত্রী বলেন, ট্রেনে এসব সমস্যা হলেও এর ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য মিনিট কয়েক পর ট্রেন চলতে শুরু করে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। এটা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে এটা সাময়িক। পাঁচ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত