উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। শোক বার্তায় জানানো হয়, এ ঘটনায় ডিএনসিসি উদ্ধার থেকে শুরু করে সার্বিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করে যাবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি