‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান আজ হওয়ার কথা থাকলেও রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে অনুষ্ঠানটি আগামীকাল বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হবে। এদিকে, গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৎস্য সপ্তাহকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। সপ্তাহব্যাপী উদযাপনে থাকবে- মৎস্য পদক প্রদান, সচেতনতামূলক কর্মসূচি, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি। মৎস্য উপদেষ্টা আরও জানান, প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য পদক নীতিমালা অনুযায়ী মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭টি ক্ষেত্রে মোট ১৬ জন-মৎস্যচাষি, উদ্যোক্তা, সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন, গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, সম্প্রসারণ কর্মী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি