ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হতাহতের সঠিক তথ্য প্রকাশসহ ক্ষতিপূরণ দাবি জাতীয় সংস্কার জোটের

হতাহতের সঠিক তথ্য প্রকাশসহ ক্ষতিপূরণ দাবি জাতীয় সংস্কার জোটের

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদসহ ৩৫টি দল ও সংগঠন নিয়ে গড়া জাতীয় সংস্কার জোট। জোটের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, সদস্য সচিব আলহাজ্ব মো. আবদুর রহিম, প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান ও আব্দুল আহাদ নূর নির্বাহী সমন্বয় গতকাল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নেতৃদ্বয় আরও বলেন, মর্মান্তিক মৃত্যু গোটা দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। এই ঘটনায় দগ্ধ সন্তানদের আর্তচিৎকারের পাশাপাশি শোকাহত অভিভাবকদের আহাজারি আমরা সহ্য করতে পারছি না। আমরা সরকারের প্রতি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাই।

পাশাপাশি মহান আল্লাহর কাছে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যের জন্যে প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনাসহ বড় আকারের ভূমিকম্প মোকাবিলায় যথাযথ অগ্রিম সতর্কতা ব্যবস্থা নেওয়া দরকার বলে সরকারের কাছে জোর দাবিও জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত