
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সড়কে মৃত্যু ঠেকাতে রাজধানীতে এক হাজার বাস-ট্রাক চালকের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমম্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। গতকাল মঙ্গলবার সকাল সাড় ৯টার দিকে ঢাকা পরিবহন সমম্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এ উদ্বোধন ঘোষণা করেন। রাজধানীর তেজগাঁও এলাকায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা পরিবহন সমম্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, সম্মিলিত পরিষদের প্রধান সমম্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিসিএ চেয়ারমান আবদুল লথিফ মোল্লা, পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মো. সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢাকা পরিবহন সমম্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নীলিমা আখতার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি