
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রোগ্রামের আওতায় ক্লাইমেট রেসিলিয়েন্স ফান্ড থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে একটি অনুদান প্রদান করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাড়তে থাকা ঝুঁকিগুলোর মোকাবিলায় এই অনুদান ইডকল ও আইসিডিডিআরবির যৌথ অঙ্গীকারের প্রতিফলন। ঢাকার মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবি প্রাঙ্গণে এক চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও জনাব আলমগীর মোরসেদ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানটি তুলে দেন। এসময় উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশজুড়ে অবস্থিত সারভেইলেন্স সাইটগুলোর মাধ্যমে আইসিডিডিআরবি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। উপকূলীয় চকরিয়ায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবেশের উচ্চ তাপমাত্রার কারণে গর্ভপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি